হংকং গেলেন হামজা-শমিতরা
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে ঘরের মাঠে দুর্ভাগ্যজনকভাবে হার দেখেছে বাংলাদেশ। ফিরতি ম্যাচ খেলতে এবার হংকং গেলেন হামজা চৌধুরী-শমিত সোমরা। আজ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন লাল-সবুজের জার্সিধারীরা।
গতকাল হংকংয়ের বিপক্ষে হারায় এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে তলানিতেই রইল বাংলাদেশ। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেল হংকং। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর দুইয়ে ও ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।
আগামী ১৪ অক্টোবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠের ভুলগুলো শুধরে আগামী ম্যাচে জয় পেতে চায় জামাল ভূঁইয়ার দল। গ্রুপে নিজেদের অবস্থান তলানিতে হলেও সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ ড্র হওয়ায় কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা।
এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি তিনটি ম্যাচেই জিততে। শুধু জিতলেই অবশ্য হবে না, অন্য তিন দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। চার দল নিয়ে গড়া এই গ্রুপে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে।
হংকংয়ের বিপক্ষে খেলার পর এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ নভেম্বরে। ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। আর বাছাইপর্বের শেষ ম্যাচটি ০২৬ সালের ৩১ মার্চ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।