স্টার্ক বিগ ব্যাশে ফিরছেন ১১ বছর পর

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১২:৪৯
শেয়ার :
স্টার্ক বিগ ব্যাশে ফিরছেন ১১ বছর পর

নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা গেলেও অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দেখা যায়নি মিচেল স্টার্ককে। সেই খরা অবশেষে ভাঙতে যাচ্ছে। বিগ ব্যাশের আসছে আসর দিয়ে আবার এই টুর্নামেন্টে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই পেসার। খেলবেন সিডনি সিক্সার্সের হয়ে।

বিগ ব্যাশে ২০১১-১২ মৌসুমে প্রথম খেলেছিলেন স্টার্ক। সেবার সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। এরপর আরও তিন আসরে দেখা যায় তাকে। যদিও ম্যাচ খেলেছেছেন মাত্র ৪টি। বিগ ব্যাশে সব মিলিয়ে ১০ ম্যাচে খেলে ২০ উইকেট নিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থাকায় বিগ ব্যাশে তেমন মনোযোগ দিতে পারেননি স্টার্ক। তবে এখন আর সেই ব্যস্ততা নেই। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে হুট করে বিদায় বলে দেন স্টার্ক। তাই আসছে অ্যাশেজ সিরিজের পর বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী এই পেসার।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর শুরু হবে অ্যাশেজ সিরিজ। আর ১৪ ডিসেম্বর পর্দা উঠবে বিগ ব্যাশের। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু ৪ জানুয়ারি। পাঁচ দিন খেলা হলে, ম্যাচটি শেষ হবে ৮ জানুয়ারি। বিগ ব্যাশের প্রাথমিক পর্বে তাই তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন স্টার্ক; ১১, ১৬ ও ১৮ জানুয়ারি। সিডনি সিক্সার্স পরের রাউন্ডে জায়গা করে নিলে সেখানে স্টার্কের খেলার সুযোগ থাকবে। বিগ ব্যাশের ফাইনাল হবে ২৫ জানুয়ারি।