যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১০:১৬
শেয়ার :
যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার

আদালতের বারান্দায় ফিলিস্তিনের পতাকা হাতে আসামি শামীম আশরাফ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার শামীম আশরাফের (৩৮) হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এ ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে কোতোয়ালী মডেল থানার ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভ্যন্তরীণ কারণ ও দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) আল আমিন ও ৪ জন কনস্টেবল। তবে তাৎক্ষণিকভাবে কনস্টেবলদের নাম জানা যায়নি।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শামীম আশরাফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ও খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর গত ৭ মঙ্গলবার পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে গতকাল বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল হক শুনানির পর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন, ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’

এর দুই ঘণ্টা পরই আরেকটি পোস্টে তিনি এক মন্তব্যকারীর উদ্দেশে ইসলাম ধর্ম ও মুসলমানদের বিশ্বাসের প্রতি চরম অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রেপ্তার হওয়ার আগে শামীম আশরাফ তার ফেসবুকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

উল্লেখ্য, শামীম আশরাফ সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় একজন তরুণ কবি ও লেখক হিসেবে পরিচিত। তার মালিকানাধীন ‘গ্রাফিটি’ নামে একটি ছাপাখানা রয়েছে।