এশিয়ান কাপ বাছাই /
আশা দেখিয়েও হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিকে প্রথমে এগিয়ে গেলেও ৮৩তম মিনিট পর্যন্ত হংকংয়ের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। এরপরই জমে যায় ম্যাচ। ৮৪তম মিনিটে শেখ মোরসালিনের পর যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোল দেন শমিত সোম। তবে শেষ বাঁশি বাজার একদম আগমুহূর্তে ডিফেন্ডারদের ভুলে আবারও গোল খেয়ে বসে লাল-সবুজ জার্সিধারীরা। হতাশায় ভেঙে পড়েন হামজা-শমিতরা।
হংকংয়ের বিপক্ষে হারায় এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে তলানিতেই রইল বাংলাদেশ। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেল হংকং। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর দুইয়ে ও ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।
জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া এই ম্যাচের ১৩তম মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত এক ফ্রি-কিকে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান পাশ থেকে তার কোনাকুনি ফ্রি কিক সরাসরি জালের দিকে গেলে হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জড়ায় জালে।
৪২ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় হংকং। তবে নিকোলাস বেনাভিদেস ছিলেন অফ সাইডে। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর কোনো ভুল করেনি হংকং। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়ে গোল আদায় করেন। সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খায় বাংলাদেশ। ৫০ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেদ করে হংকংকে এগিয়ে দিয়েছেন রাফায়েল মেরকিস। ৫৭তম মিনিটে মাঠে নামানো হয় শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। তবে সহসাই ভাগ্য ফেরেনি। উল্টো ৭৪তম মিনিটে অমনোযোগী, মানসিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে গোল আদায় করেন মেরকিস।
৮৪তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। হংকং গোলকিপারের ভুলে গোল আদায় করেন মোরসালিন। ‘এক্সট্রা টাইম’ দেওয়া হয় ৯ মিনিট। অষ্টম মিনিটের মাথায় হেডে গোল আদায় করেন শমিত। বাংলাদেশ দলের জার্সিতে এটি তার প্রথম গোল। তবে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে উদযাপন করতে পারেননি হামজা-শমিতরা। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।