হামজার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল বাংলাদেশ
হামজা চৌধুরী তাদের দলে থাকলে কোন পজিশনে খেলাতেন—এমন প্রশ্ন গিয়েছিল হংকং চায়নার কোচের কাছে। এক কথায় তিনি জবাব দিয়েছিলেন, ‘বেঞ্চে’। সেই কথার জবাব মনে হয় মাঠে নেমেই দিয়ে দিলেন হামজা। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল দিয়ে এগিয়ে দিলেন বাংলাদেশকে।
ম্যাচের ১৫তম মিনিটে ডি-বক্সের সাইড থেকে হামজার নেওয়া সেই ফ্রি-কিক প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথা ছুঁইয়ে জায়গা করে নেয় হংকংয়ের জালে।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে এই ম্যাচে জয়টা খুব গুরুত্বপূর্ণ। ফিফা র্যাংকিংয়ে ১৪৬ নম্বরে আছে হংকং, আর বাংলাদেশ ১৮৪ নম্বরে। এটি বাছাইয়ে বাংলাদেশের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল হামজারা।