হংকংয়ের বিপক্ষে একাদশে নেই শমিত, জামাল, তপু, ফাহামেদুল
হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া, তপু বর্মণ ও ফাহামেদুল ইসলামদের।
নিয়মিত অধিনায়ক জামাল এই ম্যাচের একাদশে না থাকায় নেতৃত্ব দিচ্ছেন সোহেল রানা সিনিয়র। কানাডা থেকে দেরিতে আসায় দলের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশন করতে পেরেছেন শমিত। তাই তাকে একাদশে রাখা হয়নি। চোটের কারণে নেই তপু।
রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে আজ আবারও গোলবারের নিচে দাঁড়াচ্ছেন মিতুল মারমা। গত মাসে নেপালে প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে নেমেছিলেন সুজন হোসেন।
হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ জনকে ক্যাম্পে ডেকেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। চোটের কারণে আগেই ছিটকে যান দুই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুজন রেজা। বাকি ২৮ জন থেকে ২৩ জনকে বাছাই করা হয়। বাদ পড়েছেন স্ট্রাইকার আল আমিন, মিডফিল্ডার কাজেম শাহ, ডিফেন্ডার জাহিদ হোসেন, মেহেদী হাসান ও গোলকিপার পাপ্পু হোসেন।
বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা ( জুনিয়র) রাকিব, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরছালিন ।