বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে রশিদের ‘ডাবল সেঞ্চুরি’
বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে দুর্দান্ত বোলিং করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ৩ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যেমে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরি স্পর্শ করলেন তিনি।
টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটশিকারী রশিদ। ওয়ানডেতে দুই শ’র বেশি উইকেট শিকার করে এই সংস্করণেও নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন তিনি। তিনিই এশিয়ার প্রথম বোলার যিনি ওয়ানডেতে দুই শ ও টি-টোয়েন্টিতে দেড় শ’র বেশি উইকেট পেয়ছেন। ২০ ওভারের ক্রিকেটে রশিদের উইকেট ১৭৯টি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচায় এই ৩ উইকেট নেন রশিদ। তুলে নেন মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ তিন উইকেট মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান সোহানকে।
১১৫ ওয়ানডেতে ১০৭ ইনিংসে বল করে রশিদের উইকেট সংখ্যা এখন ২০২। ২০.২৮ গড় ও ৪.২৩ ইকোনমি রেটে রানগুলো করেছেন তিনি। ১৮ রানের বিনিময়ে ৭ উইকেট তার ক্যারিয়ারসেরা। ছয়বার চার উইকেট ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে এই স্পিনারের।
উইকেটসংখ্যায় আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বোলারের নাম মোহাম্মদ নবি। কিংবদন্তি এই অলরাউন্ডার ১৭৪ ম্যাচে ১৭৬ উইকেট সংগ্রহ করেছেন। ৮২ ম্যাচে ১১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন সাবেক পেসার দৌলত জাদরান।