গত শতকের বিতর্কিত রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্যতম শিকার বিপ্লবী চে গুয়েভারা

বিপুল হাসান
০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৭
শেয়ার :
গত শতকের বিতর্কিত রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্যতম শিকার বিপ্লবী চে গুয়েভারা

এর্নেস্তো চে গুয়েভারা (১৪ জুন, ১৯২৮-১৯৬৭ খ্রিস্টাব্দ) । বিশ্বখ্যাত মার্কসবাদী বিপ্লবী, লেখক, বুদ্ধিজীবী, কূটনীতিবিদ। তার প্রকৃত নাম এর্নেস্তো গুয়েভারা দে লা সের্না। তবে বিশ্বে শুধু চে নামেই পরিচিত।

মার্কসবাদী বিপ্লবী নেতা চে গুয়েভারাকে যেভাবে সিআইএ'র সহযোগিতায় ধরার পর হত্যা করা হয়, সেটি ছিল গত শতকের বিতর্কিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর একটি। ১৯৬৭ সালের ৯ অক্টোবর মাত্র ৩৯ বছর বয়সে প্রাণ হারান চে গুয়েভারা। তাঁকে আহত অবস্থায় হত্যা করে বলিভিয়ার সেনাবাহিনী।

১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার এক সচ্ছল পরিবারে জন্ম আর্নেস্তো চে গুয়েভারার। আইরিশ বাবা ও স্প্যানিশ মায়ের পাঁচ সন্তানের মধ্যে চে ছিলেন সবার বড়। ‘চে’ তাঁর প্রকৃত নাম নয়। তাঁর প্রকৃত নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা। কিউবায় সফল বিপ্লবের পর কিউবার জনগণ ভালোবেসে তাঁর নাম দেয় ‘চে’। স্প্যানিশ ভাষায় ‘চে’ শব্দের অর্থ ‘প্রিয়’।

খুব অল্প বয়স থেকে চে গুয়েভারার হৃদয়ে সমাজের বঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি হতে থাকে। ১৯৪৮ সালে তিনি বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শুরু করেন। পড়াশোনায় এক বছরের বিরতি নিয়ে ১৯৫১ সালে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ভ্রমণে বের হন। দীর্ঘ এই ভ্রমণ তাঁকে অসহায় মানুষের দুঃখ-দুর্দশা অনুধাবন করার সুযোগ এনে দেয়। তিনি এই মত পোষণ করেন যে দক্ষিণ আমেরিকা আলাদা আলাদা কোনো দেশের সমষ্টি নয়; বরং এই দেশগুলো একটি অভিন্ন অস্তিত্ব, যার মানুষদের দুঃখ–কষ্ট লাঘবের একমাত্র হাতিয়ার সশস্ত্র বিপ্লব।

কিউবায় ফিদেল কাস্ত্রোর সঙ্গে সফল বিপ্লবের পর আরেকটি বিপ্লবের প্রত্যয় নিয়ে বলিভিয়ায় গিয়েছিলেন চে গুয়েভারা। সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) মদদপুষ্ট বলিভিয়ান বাহিনীর কাছে ধরা পড়েন তিনি। পরে তারা গুলি করে হত্যা করে এই মহান বিপ্লবীকে। তবে চে গুয়েভারাকে হত্যা করা গেলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। মৃত্যুর পর তিনি সমাজতন্ত্র অনুসারীদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত হন।

মৃত্যুর আগে তিনি বন্দি অবস্থায় হ্যান্ডকাফ পরিহিত হাত মুষ্টিবদ্ধ করে বলেছিলেন- ‘আমি জানি তোমরা আমাকে মারতে এসেছ। কাপুরুষ গুলি কর। তোমরা একজন মানুষকে হত্যা করছ মাত্র।তে বন্দি ও নিহত হন চে।

কবি সুনীল কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই মহান বিপ্লবীকে স্মরণ করে লিখে গেছেন-

‘চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়/ আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা/ আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ/ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস...।’