‘জামাল খেলুক বা না খেলুক, সে-ই আমাদের অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ২২:৩৩
শেয়ার :
‘জামাল খেলুক বা না খেলুক, সে-ই আমাদের অধিনায়ক’

অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে ইদানীং পারফরম্যান্স ঠিক অধিনায়কসুলভ হচ্ছে না তার। তাইতো এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে গত দুই ম্যাচে তাকে মাঠে নামাননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে কাবরেরা সাফ জানিয়ে দিয়েছেন, জামাল খেলুক বা না খেলুক, সে-ই বাংলাদেশের অধিনায়ক। 

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে আসা সংবাদ সম্মেলনে একথা বলেন কাবরেরা। জামালের একাদশে থাকা নিয়ে প্রশ্ন আসার পর তার উত্তর, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটা অপরিবর্তনীয়।’

ইনজুরিতে ভোগা তপু বর্মণ ও কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দেশে আসা সামিত সোমের একাদশে থাকা নিয়ে কাবরেরা বলেন, ‘তপু উন্নতি করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একটি জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিকেল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে। আজ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।...হ্যাঁ, শোমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। তার যাত্রাটা দীর্য হলেও সে ভালো অনুভব করছে। আজ ও কাল সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।’

হংকং ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে বাজিয়ে দেখতে পারেন কাবরেরা, ‘জায়ান ভালো করছে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফর্ম করেছে—ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলেছে। আমি ওকে সেখানেও দেখেছি। এখানেও সে খুব মনোযোগী। সে আমাদের প্রমাণ করতে চাইছে যে, আমাদের লেভেলের খেলোয়াড় সে। দেখা যাক কাল কী হয়।’