২২১ রানে বাংলাদেশকে গুটিয়ে দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৫
শেয়ার :
২২১ রানে বাংলাদেশকে গুটিয়ে দিল আফগানিস্তান

সফল টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডের শুরুটা আশানুরূপ করতে পারল না বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ টাইগারদের ২২১ রানেই গুটিয়ে দিয়েছে আফগানরা, ইনিংসের তখনো বাকি ছিল ৭ বল। ফিফটি পেয়েছেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। 

ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত সাইফ হাসান। তবে দলীয় ১৮ রানে তানজিদ ও ২৫ রানে শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ভালোই খেলছিলেন টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো সাইফ ও হৃদয়। পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে ফেলে টাইগাররা। তবে দলের চাপ বাড়িয়ে দলীয় ৫৩ রানে বিদায় নেন সাইফও। ৩৭ বলে ৪টি চারে ২৬ রান করেছেন তিনি। 

দ্রুত ৩ উইকেট হারিয়ে বড় শট খেলা থেকে নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ। ধীরগতির জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারের প্রথম বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। তবে শতরান করে কিছুটা আক্রমণাত্মক হন এই দুজন। দলকে দেড় শ পার করিয়ে ১৫৪ রান পর্যন্ত নিয়ে যান এই দুজন। শেষমেশ রান আউটে কাটা পড়ে থামে এ জুটি। ততক্ষণে ১৪১ বলে ১০১ রানের জুটি গড়ে ফেলেছেন তারা। 

৮৫ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন হৃদয়। ওয়ানডেতে এটি টানা তিন ফিফটি হৃদয়ের। আজ আফগানিস্তানের বিপক্ষে ফিফটির আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ফিফটি করেছিলেন হৃদয়। এটি ওয়ানডেতে হৃদয়ের দশম ফিফটি। হৃদয়ের আউটের পর ১৭৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৮৭ বলে একটি করে চার-ছক্কায় ৬০ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি মিরাজের সপ্তম ফিফটি।

মিরাজের আউটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ২০৬ রানের মধ্যে একে একে ফিরে যান জাকের আলি, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। শেষদিকে তানভির ইসলাম ৮ বলে ১১ রান করলে ২২১ রানে থামে বাংলাদেশ।