টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৭:৪২
শেয়ার :
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ৭ বছর পর এক মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। এবার ৫০ ওভারের চ্যালেঞ্জ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামছে দুই দল। যেখানে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হচ্ছে আলোচিত সাইফ হাসানের। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ফর্ম দেখাচ্ছেন তিনি। সবমিলিয়ে তিনি ১৫টি টি-টোয়েন্টি ও ৬টি টেস্ট খেলা হলেও ওয়ানডে মিশন এই প্রথম শুরু করতে যাচ্ছেন তিনি। 

চলতি বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে ছয়টি, তবে শেষ ম্যাচ ছিল জুলাইয়ে। কিন্তু শেষ ছয় ম্যাচে চারটিতে হেরেছে এবং জিতেছে কেবল একটি। বাংলাদেশের সামনে আজ তাই ঘুরে দাঁড়ানোর মিশন। 

এবারের বাংলাদেশের দলটি গড়া হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে। মেহেদী হাসান মিরাজ থাকছেন অধিনায়ক হিসেবে, দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটাররা যেন তাদের টি-টোয়েন্টির ফর্ম ধরে রাখতে পারেন, সে আশা দলের। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ৩–০ ব্যবধানে জয়ে তানজিদ হাসান ও সাইফ হাসান ভালো খেলেছেন, তাদের ওপরই থাকবে আস্থা।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার ও বশির আহমেদ।