দেশে সবার সেরা সাইফ, ৮৭ ধাপ উন্নতি নাসুমের

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৭:১৩
শেয়ার :
দেশে সবার সেরা সাইফ, ৮৭ ধাপ উন্নতি নাসুমের

আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের বোলার ও ব্যাটাররা। ব্যাটিংয়ে বড় লাফ দিয়ে বাংলাদেশিদের মধ্যে এখন সবার ওপরে সাইফ হাসান। অন্যদিকে, বোলিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

আজ বুধবার আইসিসির প্রকাশিত হালনাগাদ অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ১৭ ধাপ এগিয়ে সাইফ আছেন ১৮ নম্বরে। এছাড়া তানজিদের (৩৭তম) ৬ ধাপ, পারভেজ হোসেনের (৫৩তম) ১৮ ধাপ ও শামীম হোসেনের (৯১তম) ৮ ধাপ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটার র‌্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে ভারতের অভিষেক শর্মা। 

বাংলাদেশি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করে ৪৪তম স্থানে আছেন নাসুম। বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলামের অবস্থান রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মোস্তাফিজুর রহমান।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন।