আলবার বিদায়ে আবেগাক্রান্ত মেসি
দীর্ঘদিন জর্দি আলবার সঙ্গে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলেছেন লিওনেল মেসি। এরপর ইন্টার মায়ামিতেও জুটি বেঁধে খেলেছেন তারা। সেই আলবা সিদ্ধান্ত নিয়েছেন পেশাদার ফুটবল থেকে অবসরের। আলবার বিদায়ে স্মৃতিচারণ করে আবেগাক্রান্ত হয়ে পড়েছেন মেসি।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমএলএসে চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান আলবা। সেই ভিডিও বার্তার মন্তব্যে নিজের প্রতিক্রিয়ায় মেসি লেখেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর এখন বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখাটা খুব অদ্ভুত লাগবে। এত বছর ধরে কতশত গোলে তুমি আমাকে সহায়তা করেছে, তা বিশ্বাসই হয় না! এখন পেছন থেকে কে দেবে এমন পাস?’
বার্সায় থাকাকালে আলবা ও মেসি একসঙ্গে পাঁচটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি কোপা দেল রে শিরোপা জেতেন। ইন্টার মায়ামিতে ২০২৩ সালে জুটি গড়ার পর দুজনে জেতেন ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড। পাশাপাশি দলকে এক মৌসুমে সর্বাধিক পয়েন্ট অর্জনের রেকর্ড গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুজন। আক্রমণ গড়তে দুজনের বোঝাপড়া বেশ ভালো।
স্পেনের সাবেক লেফট-ব্যাক আলবা মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণায় বলেন, ‘আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে। এই মৌসুমের শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিশ্বাস, শান্তি ও আনন্দ নিয়ে। কারণ আমি জানি, আমি আমার পুরো আবেগ ঢেলে এই পথ চলেছি, আর এখন নতুন অধ্যায় শুরু করার উপযুক্ত সময়।’
তিনি আরও লিখেছেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। ধন্যবাদ জানাই আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্লাব কর্মী ও প্রতিপক্ষদের—যারা আমাকে সর্বোচ্চটা দিতে অনুপ্রাণিত করেছেন। বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই ক্লাবগুলোকে, যারা আমার জীবন গড়েছে—আতলেতিকো সেন্ট্রো হসপিতালেন্স, যেখানে সব শুরু হয়েছিল; করনেইয়া, যারা আমার ওপর ভরসা রেখেছিল; নাস্তিক দে তাররাগোনা, যেখানে আমি পেশাদার ড্রেসিংরুমে মানিয়ে নেওয়া শিখেছি।’
গত মে মাসে আলবা ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। তবে পরবর্তীতে নিজেই চুক্তি বাতিল করে অবসরের সিদ্ধান্ত নেন। তিন মৌসুমে ৬৩টি এমএলএস ম্যাচে ১০ গোল ও ২৭ অ্যাসিস্ট করেন আলবা। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে ১১ মৌসুমে তিনি খেলেছেন ৬০৫ ম্যাচ, করেছেন ৩৭ গোল ও ১০৭ অ্যাসিস্ট। ছয়টি লা লিগা শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব তার ঝুলিতে। স্পেনের হয়ে তিনি জিতেছেন ২০১২ ইউরো কাপ এবং ২০২৩ উয়েফা নেশন্স লিগ।