বিসিবি নির্বাচন করলে ‘পাস করতেন’ তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। এই পদের জন্য তার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের। তবে অনিয়মের অভিযোগ এনে আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তামিম। যদিও নির্বাচন করলে পরিচালক হিসেবে জয় পেতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বাঁহাতি এই ওপেনারের।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, বিপক্ষে কোন টিম আছে...তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’
বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম। পরে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় তৃতীয় বিভাগ বাছাই পেরিয়ে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিতের প্রতিবাদে তিনিসহ মোট ১৬ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
বিসিবি নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘ধৈর্য ধরলে অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন।’ তামিমের কাছে এই ধৈর্য ধরার প্রসঙ্গই জানতে চাওয়া হয়েছিল।
তামিম বলেছেন, ‘আমি নিশ্চিত আমার বিষয়ে আপনাদের কমবেশি ধারণা আছে। আপনি সত্যিই মনে করেন ১৫টা ক্লাব থাকুক বা না থাকুক—আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য বাস ধরা বা না ধরা কখনো বিকল্প ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া। এটাই ছিল আমার স্ট্যান্ড।’