পাঁচ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দল
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে পাঁচ সম্ভাব্য নবাগত ক্রিকেটারকে জায়গা দিয়েছে আয়ারল্যান্ড। আর হাঁটুর অস্ত্রোপচার এবং চোট কাটিয়ে মার্ক অ্যাডেয়ার ও জশ লিটল ফিরছেন সফরের টি-টোয়েন্টি সিরিজে।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই দুই পেসারকে পায়নি আয়ারল্যান্ড। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে পল স্টারলিংয়ের দলে ফিরছেন দুজনই। অ্যাডেয়ার আগস্টে হাঁটুর অস্ত্রোপচার করান, আর লিটল ভুগছিলেন পাশ চোটে।
টেস্ট সিরিজটি আয়ারল্যান্ডের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বহু-ম্যাচের টেস্ট সিরিজ। ওপেনার কেড কারমাইকেল ও স্টিফেন ডোহেনি, অলরাউন্ডার জর্ডান নিল, বাঁহাতি পেসার লিয়াম ম্যাককার্থি এবং লেগস্পিনার গ্যাভিন হোয়ি পেয়েছেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক। দলটির নেতৃত্বে থাকবেন অ্যান্ডি বালবার্নি। ফেব্রুয়ারি ২০২৪ থেকে এখন পর্যন্ত নিজেদের শেষ তিনটি টেস্ট জিতেছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড পুরুষ দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘আবারও টেস্ট ক্রিকেট সামনে আসছে, এটা দারুণ ব্যাপার। কেড কারমাইকেলকে টেস্ট দলে পেয়ে আমরা উৎসাহিত। সে এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছে। চার দিনের ম্যাচে আফগানিস্তান ‘এ’-র বিপক্ষে শতক পেয়েছিল, যা তার পরিপক্বতা ও টেকনিক্যাল দক্ষতার প্রমাণ।’
‘স্টিফেন ডোহেনিও দারুণ এক ঘরোয়া মৌসুম কাটিয়েছে। ব্যাটিং টেকনিকে যে পরিবর্তন এনেছে, তা তাকে আরও সফল হতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি’- যোগ করেন হোয়াইট।
টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন মার্ক অ্যাডেয়ার, জশ লিটল ও ব্যাটার টিম টেক্টর। বাদ পড়েছেন জর্ডান নিল ও পেসার গ্রাহাম হিউম।
সূচি:
১১–১৫ নভেম্বর – ১ম টেস্ট, সিলেট
১৯–২৩ নভেম্বর – ২য় টেস্ট, ঢাকা
২৭ নভেম্বর – ১ম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২৯ নভেম্বর – ২য় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
২ ডিসেম্বর – ৩য় টি-টোয়েন্টি, ঢাকা
আয়ারল্যান্ডের টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টারলিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল: পল স্টারলিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।