ক্যানসারে আক্রান্ত ব্রাজিল মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৪
শেয়ার :
ক্যানসারে আক্রান্ত ব্রাজিল মিডফিল্ডার

এক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পান, তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। ব্রাজিলের এই সাবেক মিডফিল্ডার ও বাহিয়ার অধিনায়ক এভারতন রিবেইরো সোমবার থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন।

৩৬ বছর বয়সী রিবেইরো সোমবার ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে ক্রাইস্ট দ্য রিদিমার মূর্তির সামনে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সবকিছু ভালোভাবে হয়েছে, ঈশ্বরের অশেষ কৃপায়।’

‘আমি এখন সুস্থতার পথে আছি—বিশ্বাস, পরিবার এবং আপনাদের ভালোবাসা আমার সঙ্গে আছে। প্রতিটি প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

এই বছর এখন পর্যন্ত বাহিয়ার হয়ে ৫৩ ম্যাচে তিন গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। রবিবার ফ্লামেঙ্গোর বিপক্ষে ১–০ গোলে জয়ী ম্যাচেও তিনি দলের হয়ে মাঠে নেমেছিলেন।

রিবেইরোর দ্রুত সুস্থতা কামনা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)সহ অসংখ্য ভক্ত-সমর্থক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

সিবিএফ ইনস্টাগ্রামে লিখেছে, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি। ব্রাজিল জাতীয় দলের জার্সিকে সম্মানিত করার জন্য ধন্যবাদ—বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে। আমরা তোমার দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় আছি!’