অবসরের ঘোষণা দিলেন মেসি সতীর্থ আলবা
ইন্টার মায়ামির ২০২৫ মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিচ্ছেন জর্দি আলবা। স্পেনের সাবেক লেফট-ব্যাক মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।
আলবা লিখেছেন, ‘আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে। এই মৌসুমের শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিশ্বাস, শান্তি ও আনন্দ নিয়ে। কারণ আমি জানি, আমি আমার পুরো আবেগ ঢেলে এই পথ চলেছি, আর এখন নতুন অধ্যায় শুরু করার উপযুক্ত সময়।’
তিনি আরও লিখেছেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। ধন্যবাদ জানাই আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্লাব কর্মী ও প্রতিপক্ষদের—যারা আমাকে সর্বোচ্চটা দিতে অনুপ্রাণিত করেছেন। বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই ক্লাবগুলোকে, যারা আমার জীবন গড়েছে—আতলেতিকো সেন্ট্রো হসপিতালেন্স, যেখানে সব শুরু হয়েছিল; করনেইয়া, যারা আমার ওপর ভরসা রেখেছিল; নাস্তিক দে তাররাগোনা, যেখানে আমি পেশাদার ড্রেসিংরুমে মানিয়ে নেওয়া শিখেছি।’
‘ভ্যালেন্সিয়া সিএফ—যাদের কারণে প্রথম বিভাগে খেলার স্বপ্ন পূরণ হয়েছিল। আর অবশ্যই এফসি বার্সেলোনা—আমার জীবনের ক্লাব। যে ক্লাব আমাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে, ক্যারিয়ারের শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে, এক দশকেরও বেশি সময় ধরে অগণিত স্মৃতি ও প্রতিটি সম্ভাব্য শিরোপা জয়ের সাক্ষী হয়েছে। স্পেন জাতীয় দলকেও ধন্যবাদ জানাই, যার ইতিহাসের ক্ষুদ্র অংশ হতে পেরে আমি গর্বিত।’
‘সবশেষে ধন্যবাদ ইন্টার মায়ামিকে—দরজা খুলে দেওয়ার জন্য, ভালোবাসা ও আন্তরিকতার জন্য। শেষ পর্যন্ত এই যাত্রা উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সব সমর্থককে—আপনারা আমাকে শিখিয়েছেন, জার্সি শুধু পরা হয় না, তা অনুভবও করতে হয়। আজ আমি এই অধ্যায় বন্ধ করছি এই বিশ্বাস নিয়ে যে আমি সর্বোচ্চটা দিয়েছি। ফুটবল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। ধন্যবাদ ফুটবল, সবকিছুর জন্য।’
গত মে মাসে আলবা ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। তবে পরবর্তীতে নিজেই চুক্তি বাতিল করে অবসরের সিদ্ধান্ত নেন।
২০২৩ সালের জুলাইয়ে বার্সেলোনা থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন আলবা, যেখানে আবারও একত্র হন সাবেক সতীর্থ লিওনেল মেসি ও সার্জিও বুসকেতসের সঙ্গে।
যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি—২০২৩ সালের উদ্বোধনী লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল তার, পাশাপাশি এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বাধিক পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়তেও সহায়তা করেন।
তিন মৌসুমে ৬৩টি এমএলএস ম্যাচে ১০ গোল ও ২৭ অ্যাসিস্ট করেন আলবা। আক্রমণভাগে মেসির সঙ্গে তার বোঝাপড়া বহুবার ইন্টার মায়ামিকে জয়ের পথে নিয়ে গেছে।
১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে ১১ মৌসুমে তিনি খেলেছেন ৬০৫ ম্যাচ, করেছেন ৩৭ গোল ও ১০৭ অ্যাসিস্ট। ছয়টি লা লিগা শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব তার ঝুলিতে।
স্পেনের হয়ে তিনি জিতেছেন ২০১২ ইউরো কাপ এবং ২০২৩ উয়েফা নেশন্স লিগ।