কানাডা থেকে ফিরেই ক্যাম্পে যোগ দিলেন সামিত

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ০৮:১৫
শেয়ার :
কানাডা থেকে ফিরেই ক্যাম্পে যোগ দিলেন সামিত

কানাডা থেকে নির্ধারিত সময়েই দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মিডফিল্ডার শোমিত সোম। মঙ্গলবার টিম হোটেলে উঠেই জানালেন আসন্ন হংকং চায়না ম্যাচ ঘিরে নিজের আশাবাদ—দল ভালো কিছু করতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস।

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন লাল-সবুজ শিবিরে নতুন উদ্দীপনা যোগ করতে পারেন কানাডিয়ান লিগে খেলা এই মিডফিল্ডার।

শোমিত বলেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারব। তারা শক্তিশালী দল, তবে আমরাও প্রস্তুত। দেখি ম্যাচে কী হয়, কিন্তু আমি বিশ্বাস করি দুই খেলায়ই আমরা জিততে পারি।’

কানাডা থেকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে অনুশীলনে নামতে মুখিয়ে আছেন তিনি। চোটমুক্ত হয়ে দলে ফিরেছেন বলেও জানালেন, ‘প্রস্তুতি এবার খুব ভালো হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি সবাইকে দেখা হবে স্টেডিয়ামে। এখন পুরোপুরি ফিট আছি।’

শোমিতের এই আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিঃসন্দেহে দলকে বাড়তি প্রেরণা দেবে, এমনটাই আশা জাতীয় দলের সমর্থকদের।