নেতৃত্বে দ্রাবিড়ের ছেলে
ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অনভয় দ্রাবিড় আসন্ন বিনু মানকড় ট্রফিতে কর্নাটকের অধিনায়কত্ব করবেন। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
গতবারের আসরে অনভয় ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। বাবার মতো তিনিও একজন ব্যাটার, পাশাপাশি উইকেটকিপার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কর্নাটকের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক। অনূর্ধ্ব–১৬ স্তরে তিনি ৮ ইনিংসে ৪৫৯ রান করেছিলেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ।
রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সামিত দ্রাবিড়ও ক্রিকেটার। ব্যাটিং অলরাউন্ডার সামিত ভারতের অনূর্ধ্ব–১৯ দলে জায়গা পেয়েছিলেন, তবে চোটের কারণে তার অভিষেক হয়নি।
এদিকে কর্নাটক দলে আরেকটি বড় খবর হলো, দীর্ঘ বিরতির পর আবারও রাজ্য দলের জার্সিতে ফিরছেন করুন নায়ার। গত দুই মৌসুম বিদর্ভের হয়ে খেলার পর তিনি ফের যোগ দিয়েছেন কর্নাটকে। আগামী ১৫ অক্টোবর রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে কর্ণাটকের হয়ে মাঠে নামবেন তিনি।
বিদর্ভ থেকে কর্নাটকে ফেরা করুণের জন্য এই ম্যাচে বিশেষ নজর থাকবে। সাত বছর পর ভারতের টেস্ট দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ খেললেও বড় কোনো পারফরম্যান্স করতে পারেননি তিনি। এর পরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েন।