বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী পাইলট

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ২০:০১
শেয়ার :
বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোট শেষে ঘোষণা করা হয় ফলাফল।

পাইলট ক্যাটাগরি–৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। তাদের মধ্যে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনীত কাউন্সিলর দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। বাকি একটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ক্যাটাগরি–৩ মূলত সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী বিভাগ। তবে এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও, যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ একাধিক প্রতিষ্ঠান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ভোট প্রদান করা হয়।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পাঁচজন কাউন্সিলরও এই ক্যাটাগরিতে ভোট দেন। সব ভোটের ফলাফল মিলিয়ে বিপুল ব্যবধানে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।