খেলার মাঝে কোর্টে বমি করলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৯
শেয়ার :
খেলার মাঝে কোর্টে বমি করলেন জোকোভিচ

বমি করেছেন জোকোভিচ।

শাংহাই মাস্টার্সের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ইয়ানিক হানফমানের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ৬-৪, ৫-৭, ৩-৬ গেমে জয় পান জোকোভিচ। প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিটের এই ম্যাচটি ছিল দুই খেলোয়াড়ের জন্যই কঠিন। এমনকি বিরতিতে জোকোভিচকে বমি করতেও দেখা যায়।

শাংহাইয়ের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের ভোগাচ্ছে। একই দিনে আরেক টেনিস তারকা ইয়ানিক সিনারও শারীরিক সমস্যার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

আবহাওয়ার প্রসঙ্গে জোকোভিচ বলেন, ‘এটা সবার জন্যই সমান। তবে পরিস্থিতি ভয়ঙ্কর কঠিন। একের পর এক দিনে যখন আর্দ্রতা ৮০ শতাংশের ওপরে থাকে, বিশেষ করে দিনের বেলায় রোদ ও গরমের মধ্যে খেলতে হলে সেটা আরও নির্মম হয়ে ওঠে।’

৩৮ বছর বয়সী জোকোভিচ আরও যোগ করেন, ‘আমার জন্য জৈবিকভাবে বিষয়টি সামলানো একটু বেশি কঠিন। তবে হানফমানও কাজটা সহজ করে দেয়নি।’

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেন ৩৩ বছর বয়সী জার্মান খেলোয়াড় হানফমান। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৫০তম স্থানে থাকা তিনি জোকোভিচকে হারালে মাস্টার্স ১০০০ পর্যায়ে সবচেয়ে নিচু র‌্যাঙ্কধারী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়তেন।

শেষ ষোলোতে জোকোভিচের প্রতিপক্ষ হবেন স্প্যানিশ খেলোয়াড় হাউমে মুনার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সিনার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।