২৫ লক্ষ রুপির গাড়ি উপহার পেলেও ভারতে চালাতে পারবেন না অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪২
শেয়ার :
২৫ লক্ষ রুপির গাড়ি উপহার পেলেও ভারতে চালাতে পারবেন না অভিষেক

সবশেষ এশিয়া কাপে প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম ছিলেন অভিষেক শর্মা। মারকুটে ব্যাটিংয়ে প্রায় প্রতিটা ম্যাচেই বড় রান পেয়েছেন তিনি। আরব আমিরাতে হওয়া এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন অভিষেক। পুরস্কার হিসেবে পেয়েছেন ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ রুপির গাড়ি। 

ফাইনালের পর সেই গাড়ির চাবি অভিষেকের হাতে তুলে দেওয়া হয়। সেটির সঙ্গে ছবিও তুলেছেন তিনি। পরে শুভমান গিলকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়েন। সেখানেও একবার সেলফি তোলা চলে। মনে করা হয়েছিল, গাড়ি নিয়ে ভারতে ফেরা সময়ের অপেক্ষা। তা আপাতত হচ্ছে না। ভারতে সেই গাড়ি আনতে বা চালাতে পারবে না অভিষেক। সরকারের একটি নিয়মের কারণে আটকে গেছেন তিনি। 

অভিষেককে যে গাড়িটি দেওয়া হয়েছে, সেটির স্টিয়ারিং বাঁ দিকে। ভারতের নিয়ম অনুযায়ী তা অবৈধ। ভারতীয় গাড়িতে ডান দিকে স্টিয়ারিং থাকতে হবে। না হলে ভারতের রাস্তায় সেই গাড়ি আইনিভাবে চালানো যাবে না। বাঁ দিকে স্টিয়ারিং থাকা গাড়ি ভারতে আনাও যাবে না। প্রসঙ্গত, আরব আমিরাতসহ আরবের বহু দেশে গাড়িতে বাঁ দিকে স্টিয়ারিং থাকে। ইউরোপেও অনেক দেশে এই নিয়ম।

এশিয়া কাপে সাত ইনিংসে খুনে ব্যাটিংয়ে ৩১৪ রান করেছেন অভিষেক। এর মধ্যে ফিফটিই করেছেন তিনবার। রান করেছেন স্ট্রাইকরেট দুই শ রেখে। পুরো টুর্নামেন্টে ৩২টি চারের সঙ্গে চার হাঁকিয়েছেন ১৯টি। যদিও ফাইনালে সাফল্য পাননি তিনি। তবে শিরোপা জিততে সমস্যা হয়নি ভারতের।