আমাদের বিশ্বাস রাখতে হবে আমরাই সেরা: জাকের

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪
শেয়ার :
আমাদের বিশ্বাস রাখতে হবে আমরাই সেরা: জাকের

২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই ঘটনার প্রতিশোধ ৭ বছর পর নিলো টাইগাররা। আফগানিস্তানের ঘরের মাঠ হয়ে ওঠা শারজায় তাদের ৩-০ ব্যবধানেই হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এমন অর্জনে দলের সবার কৃতিত্ব দিলেন অধিনায়ক জাকের আলি। 

ম্যাচশেষে দলের সামর্থ্য নিয়ে জাকের বলেন, ‘সবাই সামর্থ্যবান। সবাই ভালো খেলোয়াড়। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমরাই সেরা এবং আমরা বিশ্বমঞ্চেও ভালো পারফর্ম করতে পারি। আমি নিশ্চিত, দলের সেই সামর্থ্য আছে।’

এশিয়া কাপে সুপার ফোরে উঠলেও ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরেছে হতাশাজনকভাবে। সেই হতাশা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে বাংলাদেশ। জাকের এমনটাই মনে করেন, ‘হ্যাঁ, অবশ্যই, হতাশাজনক এশিয়া কাপ শেষে খেলোয়াড়রা ঘুরে দাঁড়িয়েছে। তারা যেখানে ঘুরে দাঁড়িয়েছে সেটা দেখতে সত্যিই দারুণ।’

দলের পারফরম্যান্স নিয়ে জাকের বলেন, ‘আমরা সবচেয়ে বেশি খুশি ফিল্ডিং নিয়ে। বোর্ডে ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্ট এসেছেন এবং আমরা ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছি। আমাদের বোলাররাও দারুণ কাজ করেছে; তারা ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে এবং আমাদের ব্যাটাররাও তাদের কাজটি করেছে।’

ঐতিহাসিক এই হোয়াইটওয়াশ নিয়ে জাকের বলেন, ‘হ্যাঁ, এটা দারুণ অনুভূতি, কারণ তাদের দারুণ কয়েকজন স্পিনার আছে। আমরা সেজন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমরা ব্যাটিং ও ফিল্ডিং নিয়েও প্রস্তুতি নিয়েছিলাম। সকল কৃতিত্ব খেলোয়াড়দের। তারা সবকিছু খুব ভালোভাবে মনে রেখেছে এবং নিজেদের কাজটি দারুণভাবে করেছে।’

সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন জাকের, ‘হ্যাঁ, তারা সবসময় বিশ্বের যেকোনো জায়গায় আমাদের সমর্থন করেন। তাই, তাদেরও অনেক ধন্যবাদ।’