গোল দিয়ে সিটিকে জয়ে ফেরালেন হলান্ড

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৮
শেয়ার :
গোল দিয়ে সিটিকে জয়ে ফেরালেন হলান্ড

আর্লিং হলান্ডের জোড়া গোল দিলেও চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে হলান্ডের এক গোলেই জয় পেল পেপ গার্দিওলার দল। 

রবিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সিটি। সাত মাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে সিটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথ।

প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নবম মিনিটেই সিটিকে এগিয়ে নেন হলান্ড। মাঝমাঠের কাছ থেকে ইয়োশকো গাভার্দিওলের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন নরওয়ের এই তারকা।

লিগে এই নিয়ে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এবারের লিগে ৭ ম্যাচে তার গোল হলো ৯টি, সব মিলিয়ে ৯ ম্যাচে ১২টি। প্রথমার্ধে চারটি শট লক্ষ্যে রাখলেও দ্বিতীয়ার্ধে খেলায় কোনো ছাপ রাখতে পারেনি সিটি। তবে গোল হজম না করায় ওই এক গোলেই জয়ের ধারায় ফেরে পেপ গার্দিওলার দল।