সেভিয়ার কাছে উড়ে গিয়ে সুযোগ হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৮
শেয়ার :
সেভিয়ার কাছে উড়ে গিয়ে সুযোগ হারাল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। তবে সেভিয়ার বিপক্ষে এমন ম্যাচে বিবর্ণ ফুটবল খেলল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পেনাল্টি মিস করেছেন বরার্তো লেভানদোভস্কি। নিজেদের মাঠে বার্সাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়া। 

রবিবার রাতে শুরুর দিকেই গোল খেয়ে বসে বার্সেলোনা। ১৩তম মিনিটে স্পট-কিক থেকে সেভিয়াকে এগিয়ে নেন বার্সারই সাবেক ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। বাঁ দিক থেকে রুবেন ভার্গাসের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে জড়ান ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। 

প্রথমার্ধে এক গোল শোধ করার সুযোগ পায় বার্সেলোনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডান দিক থেকে পেদ্রির ক্রস দূরের পোস্টে পেয়ে হাফ ভলিতে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। লা লিগায় প্রথম গোল পেলেন তিনি। 

দ্বিতীয়ার্ধে ভালো খেলেও সেভিয়ার কাছে আরও দুই গোল খায় বার্সা। ৭৩তম মিনিটে আলেহান্দ্রো বাল্দে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানদোভস্কি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান পায়ের শটে গোল দিয়ে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন অ্যাকর অ্যাডামস।

চলতি লা লিগায় প্রথম হার পাওয়া বার্সা বর্তমানে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। লা লিগায় বার্সার সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারিয়াল।