৭ বছর পর টাইগারদের প্রতিশোধ, আফগানদের বাংলাওয়াশ
একেই বলে মধুর প্রতিশোধ, তবে এই আনন্দ পেতে বাংলাদেশ অপেক্ষায় থাকতে হলো ৭ বছর। ২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। এরপর ২০২৩ সালে সিলেটে অনুষ্ঠিত দুই ম্যাচের একটি সিরিজে জয়ী হয়েছিল বাংলাদেশ। তবে সেটা সম্পূর্ণ ছিল ন। এবার সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বাংলাওয়াশ করে প্রতিশোধের ঝুলিটা পূর্ণ করলো টা
ইগাররা।।শারজাতে অনুষ্ঠিত সিরিজটা আগেই অবশ্য দুই ম্যাচ জিতে বগলদাবা করেছিল জাকের আলী অনিকের দল। রোববার শারজাহতে শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে আফগানিস্তানকে বাংলাওয়াশ করার স্বাদ নিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগে টাইগারদের খাটো করে বলা রশীদ খানের দর্প চূর্ণ হলো।
আগে ব্যাট করতে নেমে আফগানরা বাংলাদেশের সামনে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সাইফ হাসান। তার ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ওপর ভর করে বাংলাদেশ ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি
নিয়ে যান।ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান আগের দুই ম্যাচের মতোই শুরুতেই বিপর্যয়ে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত টেলএন্ডারে মুজিবের ব্যাটে চড়ে স্কোরবোর্ডে তোলে ১৪৩ রান। তাদের পক্ষে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ অটল ২৮ এবং মুজিব ২৩ রান করেন। বিপরীতে টাইগারদের হয়ে সাইফইদ্দিন সর্বোচ্চ ৩ এবং নাসুম আহমেদ ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (গুরবাজ ১২, ইব্রাহিম ৭, আটাল ২৮, তারাখিল ১১, রাসুলি ৩২, ওমারজাই ৩, নাবি ১, রাশিদ ১২, এহমেদজাই ০, মুজিব ২৩*, বাশির ২*; শরিফুল ৪-০-৩৩-১, নাসুম ৪-০-২৪-২, তানজিম ৪-০-২৪-২, সাইফ উদ্দিন ৩-০-১৫-৩, সাইফ হাসান ১-০-৬-০, রিশাদ ৪-০-৩৯-১)।
বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (পারভেজ ১৪, তানজিদ ৩৩, সাইফ ৬৪*, জাকের ১০, শামীম ০, সোহান ১০*; মুজিব ৪-০-২৬-২, ওমারজাই ৩-০-১২-১, বাশির ৩-০-৩৮-০, রাশিদ ৪-১-১৩-০, এহমেদজাই ৪-০-৫০-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাইফ হাসান।
ম্যান অব দা সিরিজ: নাসুম আহমেদ।