এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল শনিবার রাতে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল পেয়েছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে এদিনই তাকে ঘিরে তৈরি হলো দুশ্চিন্তা। গোল করার পরপরই পায়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল রাতে রিয়াল জয় পেয়েছে ৩-১ গোলে। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল গোলের পর তৃতীয় গোলটি আসে এমবাপ্পের পা থেকে। যা ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ টানা ৯ ম্যাচে গোল করার ঘটনা এমবাপ্পের। ৮১তম মিনিটে ওই গোল দেওয়ার দুই মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে জানা গেছে, অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন তিনি। যদিও তার অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো।
সামনে ফুটবলে আন্তর্জাতিক বিরতি। এই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে এমবাপ্পের জাতীয় দল ফ্রান্স। আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে আজারবাইজানের। তিন দিন পর দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। সেই ম্যাচ দুইটিতে এমবাপ্পে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়।
আলোনসো বলেছেন, ‘আমি এটা (এমবাপ্পে ফ্রান্স দলে যোগ দেবে না) বলতে পারি না। এই মুহূর্তে কিছুটা অস্বস্তি বোধ করছে সে। জাতীয় দলের চিকিৎসকরা তা মূল্যায়ন করবেন। আমরা আশা করি, এটা গুরুতর কিছু নয়। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’