ভারত-পাকিস্তান ম্যাচে ঢুকে পড়ল ‘তৃতীয় প্রতিপক্ষ’
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের মেয়েরা। আজ রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লড়ছে দুই দল। যেখানে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ম্যাচে আজ দুই দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আজ ঢুকে পড়েছিল তৃতীয় প্রতিপক্ষ।
কলম্বোয় আজ ভারত ব্যাটিং করার সময় হানা দিয়েছিল মাছির ঝাক। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর প্রথমে আম্পায়ারের কাছে অভিযোগ করেন, মাছি তার মনোযোগের ওপর প্রভাব ফেলছে। ম্যাচটি বেশ কয়েকবার বন্ধ হয়ে যায়। পাকিস্তানের খেলোয়াড়রাও মাঠে সমস্যায় পড়েন।
মাঠের একদম মাঝখানের দিকে, অর্থাৎ পিচের আশেপাশেই প্রধানত মশার উৎপাত ছিল। অবশেষে ২৮তম ওভারের দিকে সাহসী পদক্ষেপ নেন পাকিস্তানের খেলোয়াড়রা। তারা প্রথমে আম্পায়ারের সাথে কথা বলেন। পরে একজন অতিরিক্ত খেলোয়াড়ের সাহায্যে একটি মশা তাড়ানোর ‘স্প্রে’ নিয়ে আসেন। তিনি সেটি পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছে দেন। পরে সেই স্প্রে ছিটিয়ে দেন পাকিস্তান অধিনায়ক।
শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়াম প্রাণী এবং পোকামাকড়ের উপস্থিতির জন্য পরিচিত। এই ম্যাচের আগেই ভারতের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়েছিল একটি সাপ। এমন চিত্র এর আগেও অবশ্য অনেকবারই দেখা গেছে।