যদি যথেষ্ট ভালো মনে না করেন, চলে যেতে আগ্রহী আছি আমি: বুলবুল
স্বল্প মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই মেয়াদ এখন দীর্ঘ হতে যাচ্ছে। আগামীকাল হতে যাওয়া বিসিবি নির্বাচনে জয় প্রায় নিশ্চিত বুলবুলের।
ঘটনাবহুল এক বিসিবি নির্বাচন হতে যাচ্ছে এবার। রাজনৈতিক প্রভাবের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে একটি পক্ষ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থন পাওয়ার অভিযোগ উঠেছে বুলবুলের বিরুদ্ধে। তবে তিনি এসব অস্বীকার করেছেন।
আজ বিসিবি সভাপতি হিসেবে মেয়াদ শেষ বুলবুলের। শেষ দিনে সাংবাদিকদের সামনে হাজির হয়ে তিনি বলেন, ‘এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার (বিসিবিতে) চালিয়ে যাওয়া দরকার। আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না অথবা আপনারা (সাংবাদিক) যারা আছেন যদি মনে করেন আমি যথেষ্ট ভালো না, আমি চলে যেতে আগ্রহী আছি যেকোনো সময়। একই সঙ্গে এটাও বলতে চাই, আমার একটাই লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেট।’
আসিফ মাহমুদের প্রশংসা করে বুলবুল বলেন, ‘গত মেয়াদে ক্রীড়া উপদেষ্টা আমাকে সহযোগিতা করেছেন। তাকে ধন্যবাদ দিতে চাই—তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। আপনি বলছিলেন বয়কটকারীদের কথা। আমি নিজে জানি, তিনি রাত-দিন কাজ করেছেন—শুধু সুষ্ঠু নির্বাচন নয়, একটি ভালো বোর্ড গঠনের জন্যও।’
টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান বুলবুল। ক্রিকেটার হিসেবে বেশ নাম-ডাক ছিল তার। তবে খেলোয়াড়ি জীবনের চেয়েও বিসিবি পরীক্ষা কঠিন ছিল বলে জানালেন বুলবুল, ‘ওখানে (মাঠে) তো একটা টেকনিক থাকে। আপনি একটার বেশি বাউন্সার দিতে পারবেন না, নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে।’