১১-০, নারী ক্রিকেট নিয়েও পাকিস্তানকে সূর্যকুমারের খোঁচা

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৭:১৬
শেয়ার :
১১-০, নারী ক্রিকেট নিয়েও পাকিস্তানকে সূর্যকুমারের খোঁচা

পাকিস্তানের সঙ্গে ভারতের এখন আর প্রতিদ্বন্দ্বিতা হয় না—এশিয়া কাপ চলাকালে এমন মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। আজ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারতের মেয়েরা। এর মধ্যেই এই দুই দলের প্রতিযোগিতায় অসামঞ্জস্যের কথা তুললেন ভারত অধিনায়ক। 

এশিয়া কাপ চলাকালে সূর্যকুমার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার আপনাদের প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনো লড়াই নয়। আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়।’

নারী বিশ্বকাপের আগে সূর্যকুমারের খোঁচাটা আরও তীব্র। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে সূর্যকুমার হাসতে হাসতে বলেছেন, ‘এক দিনের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনো লড়াই নেই। একদম একপেশে।’

পুরুষদের তুলনায় পাকিস্তানের নারী ক্রিকেট দল অবশ্য বেশ দুর্বলই। ৮ দল নিয়ে হওয়া গত বিশ্বকাপে তলানিতে ছিল দলটি। বাংলাদেশ তাদের একমাত্র জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। এবারও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।