নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত ও পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৩
শেয়ার :
নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত ও পাকিস্তানের অধিনায়ক

পুরুষদের সবশেষ এশিয়া কাপে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও পাকিস্তানের দুই অধিনায়কের হাত না মেলানোর প্রসঙ্গ। এবার নারী ক্রিকেটেও দেখা গেল একই দৃশ্য। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে ভারত। বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান সেদেশে খেলবে না, তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের সবগুলো খেলাই পড়েছে শ্রীলংকায়। 

এদিন টসে জিতেই পাকিস্তান অধিনায়ক ফাতিমা সরাসরি চলে যান ম্যাচ প্রেজেন্টারের দিকে। পরে ভারতের হরমনপ্রীত কৌর তার প্রতিপক্ষ অধিনায়কের পাশ দিয়ে করমর্দন এড়িয়ে হেঁটে যান। স্বাভাবিকভাবে তখন হাত মেলান দুই অধিনায়ক। 

এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দেখে ক্রিকেটবিশ্ব। তবে সেসব আলোচনা ছাড়িয়ে পুরো টুর্নামেন্ট ঘিরে ছিল নানা বিতর্ক ও রাজনৈতিক আবহ। পেহেলগাম হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা বেড়েছে আরও। সেটিরই প্রতিফলন দেখা গেছে টুর্নামেন্টে। 

পাকিস্তান হাত না মেলানো ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়ে অভিযোগও দিয়েছিল আইসিসির কাছে। অন্যদিকে, ভারত হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উদযাপন নিয়ে আইসিসির কাছে আপত্তি জানায়।