কেইনের রেকর্ডে বায়ার্নের টানা ষষ্ঠ জয়
হ্যারি কেইন বুন্দেসলিগায় নতুন গোলের রেকর্ড গড়েছেন, আর লুইস দিয়াস করেছেন জোড়া গোল। শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয়ে মৌসুমে নিখুঁত শুরু ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।
২৭তম মিনিটে দারুণ এক শটে মৌসুমের একাদশ লিগ গোল করেন কেইন, যা বুন্দেসলিগা ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড়ের মাত্র ছয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড। সব মিলিয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন ইংলিশ তারকা।
একইসঙ্গে বুন্দেসলিগার আরেক রেকর্ড গড়েছে বায়ার্ন—মৌসুমের প্রথম ছয় ম্যাচে ২৫ গোল করার কীর্তি। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তারা জিতেছে সবকটি ১০ ম্যাচ।
১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাভারিয়ানরা। চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড, যারা শনিবার আরবি লাইপজিগের সঙ্গে ১-১ ড্র করেছে। ফ্রাঙ্কফুর্ট ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পাফোসকে ৫-১ গোলে উড়িয়ে আসার পর দুর্দান্ত শুরু করে বায়ার্ন। ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডে কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস গোল করেন ফার পোস্টে সহজ ট্যাপ-ইনে। অসতর্ক ফ্রাঙ্কফুর্টের ডিফেন্স পুরোপুরি অসহায় হয়ে পড়ে।
দুই দলই শুরুর দিকেই বল জালে পাঠালেও দুবারই অফসাইড ধরা পড়ে। এরপর ফ্রাঙ্কফুর্টের রবিন কখ বিপদ ঠেকাতে গিয়ে বল ক্রসবারে পাঠালে অল্পের জন্য দ্বিতীয় গোল মিস করে বায়ার্ন।
খেলার গতি কিছুটা কমে এলে মাঠে ওঠে আসেন কেন। বক্সের বাইরে থেকে নিচু এক শক্তিশালী শটে জাল ভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
ফ্রাঙ্কফুর্ট এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বায়ার্ন গতি কমালেও পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। শেষ পর্যন্ত ৮৪তম মিনিটে দুর্দান্ত টার্ন নিয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও মৌসুমের পঞ্চম লিগ গোল করেন দিয়াস, জয়কে আরও বড় করে তোলেন।