ম্যানইউর জয়ে চাপে থাকা আমুরিমের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪০
শেয়ার :
ম্যানইউর জয়ে চাপে থাকা আমুরিমের স্বস্তি

ম্যানচেস্টার ইউনাইটেড জয়টাই যেন এখন বিরল। ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে এবার স্বস্তিদায়ক জয় পেয়েছে তারা। শনিবার সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারায় রেড ডেভিলসরা। গোল করেন মেসন মাউন্ট ও বেনিয়ামিন শেশকো।

মৌসুম শুরুর পর থেকেই চাপের মুখে থাকা কোচ রুবেন আমুরিমের জন্য শুরুটা ছিল স্বস্তিদায়ক। ম্যাচের শুরুতেই মাউন্টের দারুণ ফিনিশে গোল পেয়ে যায় ইউনাইটেড, যা দর্শকদের মধ্যে জমে থাকা চাপ কিছুটা কমিয়ে আনে।

এরপরও আধিপত্য ধরে রাখে ইউনাইটেড। সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন রুফসের দুর্দান্ত সেভে ব্রুনো ফার্নান্দেজ দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হন। তবে ৩১ মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম গোল করে ব্যবধান বাড়ান শেশকো।

প্রথমার্ধের শেষদিকে সান্ডারল্যান্ড পেনাল্টি পেলেও ভিএআরের হস্তক্ষেপে সেটি বাতিল হয়ে যায়। বিরতির পর তারা তেমন কোনো হুমকিই তৈরি করতে পারেনি। সহজভাবেই মৌসুমের তৃতীয় হোম জয় তুলে নেয় ইউনাইটেড।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানইউ, ঠিক দুই ধাপ ওপরে থাকা সান্ডারল্যান্ডের সংগ্রহ ১১ পয়েন্ট।

নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে পর্তুগিজ কোচ আমুরিমের অধীনে এমন স্বস্তিদায়ক জয় ইউনাইটেডের জন্য বেশ বিরল। ফলে অসন্তুষ্ট সমর্থকদের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছিল। নবাগত সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কিছুই তাদের সন্তুষ্ট করার মতো ছিল না।

মাউন্টের নিখুঁত নিয়ন্ত্রণ আর শটই যেন ক্লান্ত কোচের জন্য টনিক হয়ে এল। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের এমন দ্রুততম গোলটি এসেছে সর্বশেষ মার্কাস র‍্যাশফোর্ডের ইপসউইচ টাউনের বিপক্ষে গোলের পর—যা ছিল আমোরিমের প্রথম ম্যাচ।

মাঠে আধিপত্যের কারণে দ্বিতীয় গোল আসা সময়ের ব্যাপারই ছিল। লং-থ্রো থেকে ফ্লিক-অন বুঝে নিয়ে গোল করেন শেশকো। এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল।

তবে প্রথমার্ধের শেষদিকে শেশকোর ‘হাই বুট’ থেকে সান্ডারল্যান্ড পেনাল্টি পেলেও ভিএআরে দেখা যায় এটি ফাউল নয়। ফলে রক্ষা পায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে আক্রমণ কিছুটা কমালেও গোল বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা। সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান কাসেমিরো, যার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

শেষদিকে সান্ডারল্যান্ড একটি নিশ্চিত সুযোগ তৈরি করলেও অভিষেক ম্যাচ খেলতে নামা ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্স অসাধারণভাবে শট ঠেকান। পুরো ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন তিনি ও তার নতুন সতীর্থরা।