তরুণ এস্তেভাওয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে হারাল চেলসি
তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানের শেষ মুহূর্তের জয়সূচক গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্লুজদের এই জয় লিভারপুলকে টানা তিন প্রতিযোগিতায় হারের তেতো স্বাদ দিল।
স্ট্যামফোর্ড ব্রিজে দারুণ লড়াইয়ে ইনজুরির সময়ের পঞ্চম মিনিটে মার্ক কুকুরেলার ক্রস থেকে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও গোল করেন।
এই জয়ের ফলে আর্নে স্লটের লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে চেলসি উঠে এসেছে ষষ্ঠ স্থানে, তাদের সংগ্রহ ১১ পয়েন্ট।
উইলিয়ানের সেই নাটকীয় গোলে উল্লাসে ফেটে পড়েন চেলসি কোচ এনজো মারের্সা। আনন্দে টাচলাইন ধরে দৌড় দেন তিনি, যার ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রেফারি অ্যান্থনি টেইলরের কাছ থেকে লাল কার্ডও পান। তবে এই জয় পাওয়ার পর কার্ডের চিন্তা যে তার মাথায় নেই, তা বলাই যায়।
লিভারপুল অবশ্য ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করেছিল। ৬৩তম মিনিটে আলেকজান্ডার ইসাকের পাস থেকে ডাচ ফরোয়ার্ড কোডি হাকপো গোল করে ম্যাচে ফিরিয়েছিলেন অতিথিদের।
তবে শুরুটা দারুণ ছিল চেলসির। ম্যাচের ১২তম মিনিটে মিডফিল্ডার মইসেস কাইসেদো দূরপাল্লার এক অসাধারণ শটে গোল করেন। লিভারপুলের রক্ষণভাগের ভার্জিল ভ্যান ডাইক ও ইব্রাহিমা কোনাতে তাকে থামাতে ব্যর্থ হলে, ইকুয়েডরিয়ান মিডফিল্ডার জর্জি মামারদাশভিলিকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।
পুরো ম্যাচই ছিল দ্রুত গতির। লিভারপুলও একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল। প্রথমার্ধের শেষ দিকে ইসাকের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, আর দ্বিতীয়ার্ধের শুরুতে সামান্য ব্যবধানে লক্ষ্যভ্রষ্ট হন মোহাম্মদ সালাহ।
শেষ দিকে চেলসির খেলোয়াড়দের পরিশ্রম ও আগ্রাসী মনোভাব ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ৯০তম মিনিটে এনজো ফার্নান্দেজের শট পোস্টে বাধা পায়, তবে বদলি হিসেবে নামা দ্রুতগামী উইলিয়ান নিশ্চিত করে দেন চেলসির জয়।
এটি ছিল লিভারপুলের টানা তৃতীয় হার। টেবিলের শীর্ষে থাকার পর গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছিল তারা, মাঝখানে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের কাছেও হেরে যায়, আর এবার চেলসির বিপক্ষে হারলো প্রিমিয়ার লিগে।