জুলিয়ান উডকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ২২:১০
শেয়ার :
জুলিয়ান উডকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলংকা

পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করে কিছুদিন আগেই বিদায় নিয়েছেন জুলিয়ান উড। এবার তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা। 

উড বাংলাদেশে এসেছিলেন গত আগস্টে, ৩ সপ্তাহের জন্য। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে নিবিড়ভাবে পাওয়ার হিটিংয়ের কাজও করেছেন তিনি। তবে নির্ধারিত এই সময়ের বাইরে তাকে রাখতে পারেনি বিসিবি। 

আগে থেকেই উডের দিকে নজর ছিল শ্রীলংকার। তাইতো পুরো ১ বছরের জন্যই তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘১ অক্টোবর থেকে পরবর্তী ১ বছরের জন্য জুলিয়ান উডকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্ভাবনী পাওয়ার হিটিং প্রোগ্রামের উদ্ভাবক উড আধুনিক ট্রেনিং পদ্ধতি ও বায়োমেকানিক্স কাজে লাগিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য সর্বোচ্চ বাড়ানোর জন্য কাজ করতে জনপ্রিয়।’ 

উড ছাড়াও তার সঙ্গে ডক্টরেট ডিগ্রিধারী রেনে ফারদিনান্ডসকেও নিয়োগ দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড। ৫৬ বছর বয়সী নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের জন্ম হয়েছিল শ্রীলঙ্কায়। তবে নিউজিল্যান্ডে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তাকেও নিয়োগ দেওয়া হয়েছে ১ বছরের জন্য। তিনি কাজ করবেন স্পিন কোচ হিসেবে। এছাড়া বোলিংয়ের বায়োমেকানিক্সের ওপর পিএইচডি করেছেন রেনে ফারদিনান্ডস।