গিলকে ওয়ানডে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা
ভারতের ওয়ানডে ক্রিকেট অধিনায়ক হিসেবে শেষ হলো রোহিত শর্মার যাত্রা। ইংল্যান্ড সফরেই রোহিতের জায়গায় টেস্ট দলের দায়িত্ব পাওয়া শুভমান গিলকে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
চলতি মাসেই ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় দেওয়া দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি এবারের ওয়ানডে দলে আছেন। এই সিরিজে শুধুই ব্যাটার হিসেবে খেলবেন রোহিত। বছরের শুরুতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি রোহিত ও কোহলিকে।
একইদিনে ভারত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে। সেখানে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন সূর্যকুমার যাদব। তবে ইনজুরির কারণে থাকছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এর বাইরে তেমন কোনো চমক নেই।
ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আরশদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিংকু সিং ও ওয়াশিংটন সুন্দর।
সিরিজের সময়সূচি:
প্রথম ওয়ানডে: ১৯ অক্টোবর, পার্থ
দ্বিতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর, অ্যাডিলেড
তৃতীয় ওয়ানডে: ২৫ অক্টোবর, সিডনি
প্রথম টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর, ক্যানবেরা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর, মেলবোর্ন
তৃতীয় টি-টোয়েন্টি: ২ নভেম্বর, হোবার্ট
চতুর্থ টি-টোয়েন্টি: ৬ নভেম্বর, গোল্ড কোস্ট
পঞ্চম টি-টোয়েন্টি: ৮ নভেম্বর, ব্রিসবেন