ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১৪:৩৮
শেয়ার :
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন শুভমান গিল

রোহিত শর্মার জায়গায় ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি নেতৃত্ব দেবেন বলে জানা যায়। ইএসপিএনক্রিকইনফোন জানিয়েছে এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত ব্যাটার হিসেবে থাকবেন। যেখানে গত চ্যাম্পিয়নস ট্রফির পর এই দুই অভিজ্ঞ তারকা প্রথমবার ভারতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন।

ভারতের সাবেক ফাস্ট বোলার অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক প্যানেল শনিবার আহমেদাবাদে বৈঠকে বসে, যেখানে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। সেখানেই নেওয়া হয় নতুন সিদ্ধান্ত—২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে শুভমান গিলকে ওয়ানডে অধিনায়ক করার।

নির্বাচকদের মতে, গিলকে সময় দেওয়ার জন্য এ পরিবর্তন প্রয়োজন। এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আগারকার, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিত শইকিয়ার সমন্বয়ে।

২৬ বছর বয়সী গিল এখন আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটেই নেতৃত্বে আছেন—টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক।

৩৮ বছর বয়সী রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে, জিতেছে ৪২টি, হেরেছে ১২টিতে, একটি ম্যাচ টাই এবং একটি পরিত্যক্ত হয়েছে। তার অধীনে ভারত জিতেছে দুটি এশিয়া কাপ (২০১৮ সালে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে এবং ২০২৩ সালে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে)। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে রোহিতের নেতৃত্বে।

এ বছরের মে মাসে রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার পর গিল ভারতের নতুন টেস্ট অধিনায়ক হন। তার প্রথম সিরিজেই ইংল্যান্ড সফরে ভারতকে ২-২ ড্র এনে দেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন—৪ ম্যাচে ৭৫৪ রান, গড় ৭৫.৪০।

রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ হবে তাদের সাত মাস পর প্রথম আন্তর্জাতিক উপস্থিতি। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে হবে অক্টোবর ১৯, ২৩ ও ২৫ তারিখে। এরপর অক্টোবর ২৯ থেকে নভেম্বর ৮ পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এছাড়া নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে তাদের।