প্রতিটি ম্যাচসেরার পুরস্কার এলাকার অসহায়দের দেবেন শরিফুল
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবারের রোমাঞ্চকর জয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার শরিফুল ইসলাম। আর এর পরদিনই দিলেন এক অনন্য ঘোষণা—এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পাওয়া প্রতিটি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের অর্থ তিনি দেবেন এলাকার অসহায় মানুষদের জন্য।
সিরিজের দ্বিতীয় ম্যাচে শরিফুল বোলিংয়ে ছিলেন শৃঙ্খলাবদ্ধ। চার ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। পরে ব্যাটিংয়েও রান তাড়ার চাপে খেলেছেন মূল্যবান ছোট্ট ইনিংস। তার সর্বাঙ্গীণ পারফরম্যান্সে বাংলাদেশ পেয়েছে দুই উইকেটের জয় এবং সঙ্গে সিরিজও।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই প্রতিজ্ঞার কথা জানান ২৪ বছর বয়সী পেসার।
ফেসবুকে শরিফুল লিখেন, ‘১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার আমি ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
শরিফুলের এটি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। প্রথমবারও আফগানিস্তানের বিপক্ষেই, ২০২৩ সালে চট্টগ্রামে একটি ওয়ানডেতে চার উইকেট নিয়ে জিতেছিলেন এই পুরস্কার।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম মৌমারি থেকে উঠে আসা শরিফুল ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি খেলেছেন ১২ টেস্ট, ৪০ ওয়ানডে এবং ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ।