জুরেল-জাদেজার সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৪
শেয়ার :
জুরেল-জাদেজার সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদের রানপাহাড়ে চাপা পড়েছে ক্যারিবিয়ানরা। ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার শতকে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে এরই মধ্যে তাদের লিড ২৮৬ রান। 

প্রথম দিনের ২ উইকেটে ১২১ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। প্রথম দিনে হাফ সেঞ্চুরি আদায় করা লোকেশ রাহুল আজ আউট হয়েছেন কাটায় কাটায় সেঞ্চুরি করে। ১০০ বল খেলে ৫০ রান করে আউট হন অধিনায়ক শুভমান গিল। 

২১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দেয় ভারত। ২০৬ রানের জুটি গড়েন জাদেজা ও জুরেল। ২১০ বলে ১২৫ রান করে জুরেল আউট হলেও জাদেজা অপরাজিত আছেন ১০৪ রানে। আরেক পাশে ৯ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। 

এর আগে, টেস্টের প্রথমদিনে মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর তোপে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ ৪০ রানে ৪টি ও বুমরাহ ৪২ রানে ৩ উইকেট শিকার করেন। বাকি ৩ উইকেটের ২টি নেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ও ১টি নেন অফ স্পিনার সুন্দর।