মুগ্ধতা জানিয়ে মালিঙ্গার স্ট্যাটাস, ধন্যবাদ দিলেন মারুফা

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৫
শেয়ার :
মুগ্ধতা জানিয়ে মালিঙ্গার স্ট্যাটাস, ধন্যবাদ দিলেন মারুফা

নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সঙ্গে দুর্দান্ত ইনসুইং—ক্রিকেটবিশ্বকে গতকাল তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই দারুণ দুই বলে তুলে নিয়েছেন ওমাইমা সোহেল আর দুর্দান্ত ফর্মে থাকা সিদরা আমিনকে। সেই দুই বল অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখেছেন অনেক ক্রিকেটবোদ্ধা। 

৪০ বছরের বেশি সময় ধরে ধারাভাষ্য দেওয়া অ্যালান উইলকিন্স তো বলেই উঠলেন, ‘হাউ অ্যাবাউট দ্যাট….!’ সামাজিক যোগাযোগমাধ্যমেও ডেলিভারির ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ম্যাচ শেষে বিশ্লেষণে নারী ক্রিকেটের কিংবদন্তি সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজও প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মারুফাকে।

আইসিসির পেজে প্রকাশিত ভিডিওতে মিতালি বলেছেন, ‘প্রথমত, সে অনেক সুইং আদায় করে নিয়েছে। এরপর সে একদম সঠিক লেংথে বল করেছে। সুইং পাওয়া তো ভালো। তবে সঠিক লাইন ও লেংথে বল না রাখতে পারলে তো পুরস্কারটা মিলবে না। সে পুরস্কারটি পেয়েছে উপযুক্তভাবেই। পরপর দুটি বড় উইকেট, হ্যাটট্রিকের মুখে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘মারুফার প্রথম (ওয়ানডে) বিশ্বকাপ এটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য সে খেলেছে এবং দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বোলিং দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম। বিশেষ করে তার গতি, যেভাবে সে এসে বল ডেলিভারি করে। আজকে সে যা করেছে, ফাস্ট বোলার হিসেবে এমন শুরুই দলকে দিতে চাইবেন আপনি। একাদশের একমাত্র ফাস্ট বোলার হয়ে শুরুতেই বড় দুটি উইকেট… বাংলাদেশের জন্য কী দারুণ মুহূর্ত ছিল!’

মারুফার বোলিং দেখানোর সঙ্গে মিতালির বিশ্লেষণ—আইসিসির সেই ভিডিওটি শেয়ার করেছেন আরেক কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলংকার সাবেক এই বোলার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

মালিঙ্গার মতো কিংবদন্তির প্রশংসা পেয়ে আপ্লুত হয়েছেন মারুফাও। ধন্যবাদ দিতে ভোলেননি ইয়র্কারের জন্য বিখ্যাত পেসারকে। কমেন্টে লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, কিংবদন্তি।’