কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১২:০৩
শেয়ার :
কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

তানজানিয়াকে হারিয়ে গতকাল প্রথমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নামিবিয়া। পরে কেনিয়াকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের বৈশ্বিক টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। 

ক্রিকেটের পূর্ণ সদস্য দেশ হলেও গত আসরে বাছাইপর্ব উৎড়াতে না পেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে হারানোয় সেই ভাগ্য আর বরণ করতে হয়নি। 

ঘরের মাঠ হারারেতে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করা কেনিয়াকে ১২২ রানে আটকে গিয়ে ৩০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রোডেশিয়ানরা। জিম্বাবুয়েকে জেতানোর নায়ক ব্রায়ান বেনেট। ইনিংস উদ্বোধনে নেমে ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের খুনে ইনিংস খেলেন তিনি। ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি।

অন্যদিকে, কেনিয়ার হয়ে ব্যাট হাতে আলো ছড়ান একজনই। ১ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৬৫ রান করেন রাকেপ প্যাটেল। আর কেউ ২০ রানও করতে পারেননি।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। গতকাল বাছাইপর্ব পেরিয়ে খেলা নিশ্চিত করল নামিবিয়া ও জিম্বাবুয়ে।