৯ রানে ৬ উইকেট নেই /

এমন হতেই পারে: জাকের

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪
শেয়ার :
এমন হতেই পারে: জাকের

আফগানিস্তানের বিপক্ষে গতকাল সহজ এক ম্যাচ বাংলাদেশ জিতেছে খুব কঠিন করে। আফগানদের দেওয়া ১৫১ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০৯ রান তুলে ফেলেছিলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপরই দেখা দেয় ধস। ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অর্থাৎ, মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট। 

যদিও শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। সপ্তম উইকেটে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রান তুলে ৮ বল হাতে রেখেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন। সোহান ১৩ বলে ২৩ রানে আর রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। 

দল জয় পেলেও সমালোচিত হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং। এমন সহজ হতে যাওয়া ম্যাচে হারের আশঙ্কাও কেন আসবে, সেটি মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। ক্ষোভটা অধিনায়ক জাকের আলির ওপরও আছে। গতকাল চার নম্বরে ব্যাটিংয়ে নেমেও দলের হাল ধরতে পারেননি তিনি। তবে বাংলাদেশ অধিনায়ক মনে করেন, এমনটি হতেই পারে। 

জাকেরের ভাষ্য, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।...আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

বোলিংয়ে একটা সময় চেপে ধরলেও ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৪০ রানে ৪ উইকেট হারানো দলটিকে বড় সংগ্রহ এনে দেন রাহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবী। এখানেও উন্নতির জায়গা দেখেন জাকের। তিনি বলেন, ‘বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সব সময়ই ভালো করে। কিন্তু আমরা আজ শেষ দিকে কিছু বেশি রান দিয়েছি। এ জন্যই বলছি যে উন্নতির জায়গা আছে।’