এবার সিরাজ-বুমরাহর তোপ দেখল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৯:০৮
শেয়ার :
এবার সিরাজ-বুমরাহর তোপ দেখল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড সফরে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের কথা সব ক্রিকেটপ্রেমীরই মনে থাকার কথা। সবগুলো ম্যাচ না খেললেও বরাবরের মতো আলো ছড়িয়েছেন আরেক পেসার জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের মতো অত পেস সহায়ক উইকেট না হলেও ঘরের মাঠে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জ্বলে উঠলেন এই দুই পেসার। 

সিরাজ আর বুমরাহর তোপে পড়েই আজ আহমেদাবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট ভাগাভাগি করে নেন সিরাজ-বুমরাহ। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১২১ রান করে দিন শেষ করেছে ভারত। উইন্ডিজের রান অতিক্রম করতে তাদের এখনো ৪১ বাকি রান। 

টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আজ প্রথমেই আঘাত হানেন সিরাজ। ত্যাগনারায়ন চন্দরপলকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। এরপর জন ক্যাম্পবেলকে ফেরান বুমরাহ। ত্যাগনারায়নসহ প্রথম ৬ উইকেটের চারটিই সিরাজের। শেষদিকে বুমরাহ আরও ২ উইকেট নেন। জোড়া শিকার করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও। বাকি উইকেটটি নেন ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রেভস। বিশোর্ধ্ব রান আর করেছেন কেবল রোস্টন চেজ ও শেই হোপ। 

জবাব দিতে নেমে যশস্বী জয়সওয়াল ৩৬ রান করে আউট হলেও আরেক ওপেনার লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৫৩ রানে। ৭ রানে আউট হয়ে ব্যর্থ সাই সুদর্শন। চারে নেমে ১৮ রানে অপরাজিত অধিনায়ক শুভমান গিল।