পাকিস্তানকে দেখে রক্ত টগবগ করেছে কুলদীপের, বললেন শৈশবের কোচ

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৭:০৫
শেয়ার :
পাকিস্তানকে দেখে রক্ত টগবগ করেছে কুলদীপের, বললেন শৈশবের কোচ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দারুণ বল করেছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। সবাই যখন ফখর জামান ও সাহিবজাদা ফারহানের কাছে মার খাচ্ছিলেন তখন বরুণ চক্রবর্তীকে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন এই স্পিনার। শেষ পর্যন্ত ম্যাচে ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন। 

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কুলদীপের এমন পারফরম্যান্সের পেছনের কারণ হিসেবে তার শৈশবের কোচ কপিল দেব পান্ডে টেনে আনলেন অন্য কথা। তিনি জানিয়েছেন, পাকিস্তানকে দেখে রক্ত টগবগ করেছিল কুলদীপের। 

টাইমস অব ইন্ডিয়াকে কপিল বলেছেন, ‘পাকিস্তানকে দেখে তার রক্ত টগবগ করেছে। এবার পাকিস্তান বাচ্চা ও অপেশাদারদের একটি দল পাঠিয়েছিল। আমি কুলদীপকে বলেছিলাম, ‘‘তোমার কোচ একজন সৈনিক। শৃঙ্খলা আমার রক্তে মিশে আছে। শৃঙ্খলার সাথে খেলো। পাকিস্তানের কাছে হারা যাবে না।’’ কুলদীপ সবসময় এটা মনে রাখে।’

সবশেষ এশিয়া কাপে ১৭টি উইকেট নেন কুলদীপ। যা শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। কুলদীপের এই উইকেটগুলোর মধ্যে পাকিস্তানের বিপক্ষে খেলা ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এশিয়া কাপে সর্বোচ্চ ৩৬টি উইকেট এখন কুলদীপের। তিনি ছাড়িয়ে গেছেন লাসিথ মালিঙ্গাকে (৩৩টি)।