ডি ভিলিয়ার্সের মুখে ভারতের কঠোর সমালোচনা
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনৈতিক বৈরিতা থাকায় তাই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এমন কারো কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায়নি শিরোপাজয়ী ভারত। বিষয়টি মোটেই পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। সেই সূত্রে তার ভারতে প্রচুর যাতায়াত এবং দেশটির অনেকের সঙ্গেই তার সম্পর্ক ঘনিষ্ঠ। তবে এশিয়া কাপের পর ভারতের এমন আচরণ মেনে নিতে পারেননি তিনি। ক্রিকেট ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে সাবেক এই বিস্ফোরক ব্যাটার।
নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘(এশিয়া কাপের) ট্রফি কে দেবে সেটি নিয়ে ভারত দল খুশি ছিল না। আমরা মনে হয় না খেলাধুলায় এই ব্যাপারগুলো থাকা উচিত। রাজনীতি একপাশে রাখা উচিত। খেলাধুলা একটি জিনিস, এবং এটিকে যেজন্য খেলা হয় সেভাবেই উদযাপন করা উচিত। ব্যাপারটি (ট্রফি না নেওয়ার ঘটনা) দেখে বেশ খারাপ লাগল, কিন্তু আশা করছি ভবিষ্যতে ব্যাপারগুলো তারা ঠিক করে ফেলবে। বিষয়টি (রাজনীতি) খেলা, খেলোয়াড়, ক্রিকেটারদের খুব কঠিন জায়গায় ফেলে দেয়, যেটা দেখতে আমি অপছন্দ করি। শেষদিকে এটা বেশ অস্বস্তিকর ছিল।’
তবে ডি ভিলিয়ার্স ভারতের টি-টোয়েন্টি সেটআপ নিয়ে বেশ মুগ্ধ, বিশেষ করে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। ডি ভিলিয়ার্সের ভাষ্য, ‘আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির (ক্রিকেট) ওপর মনোযোগ দেই। ভারত দেখে সত্যিই শক্তিশালী লাগছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে। মনে রাখবেন, এটা খুব বেশি দিন দূরে নয়। তাদের (ভারত) দেখে মনে হচ্ছে তাদের অনেক প্রতিভা আছে, এবং তারা বড় মুহূর্তগুলো ভালোভাবে খেলে। (দেখতে) অসাধারণ।’