বিশ্বকাপে কি পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে ভারত
তিনটি রবিবার, তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ ও অসংখ্য বিতর্ক। সবশেষ এশিয়া কাপে এই দুই দলকে ঘিরে নানা নাটকীয়তা ও বিতর্ক আড়ালই করে দিয়েছে মাঠের পারফরম্যান্স। এবার মুখোমুখি হওয়ার পালা দুই দেশের নারী দলের। এরই মধ্যে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে আগামী ৫ অক্টোবর লড়বে ভারত ও পাকিস্তানের মেয়েরা।
এশিয়া কাপে টসের সময় ও ম্যাচশেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ, রেফারির বিরুদ্ধে অভিযোগের মতো বিষয়টি ঘটেছে। এবার নারী দলের জন্য ভারত কেমন নির্দেশনা দেবে, সেটি ছিল কৌতুহলের বিষয়।
বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) সচিব দেবজিৎ সাইকিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতীয় নারী দল কি একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় পুরুষ দলের মতো আচরণ করবে? হ্যাঁ বা না উত্তর এড়িয়ে, সাইকিয়া কেবল বলেছেন, ‘আমি কোনো পূর্বাভাস দিতে পারছি না, তবে সেই বিশেষ প্রতিকূল দেশের সাথে আমাদের সম্পর্ক একই; গত সপ্তাহে কোনো পরিবর্তন হয়নি।’
ভারত বোর্ড সচিব আরও বলেন, ‘ভারত কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে সব ক্রিকেট প্রোটোকল মেনেই খেলবে। আমি এটা নিশ্চিত করতে পারি, এমসিসির ক্রিকেটের নিয়মাবলীতে যা আছে, তা করা হবে। করমর্দন হোক, আলিঙ্গন হোক, এই মুহূর্তে আমি আপনাকে কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছি না।’
ভারত ও পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সম্পর্ক বিবেচনা করে, এটা বলাই যায়, নারী ওয়ানডে বিশ্বকাপে দুই দলের মধ্যে করমর্দনের সম্ভাবনা নেই বললেই চলে।