শেষ দুই টি-টোয়েন্টিতে বহিষ্কার হয়েছিলেন লামিচানে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বহিষ্কার হয়েছিলেন সন্দীপ লামিচানে। প্রথম ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৫ মিনিট আগে তিনি নিজেকে সরিয়ে নেওয়ায় এই সিদ্ধান্ত নেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
সংস্থার বিবৃতিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে টসের মাত্র ১৫ মিনিট আগে লামিচানে খেলা থেকে সরে দাঁড়ানো দলের জন্য এবং সমগ্র নেপাল ক্রিকেটের জন্য “গুরুতর প্রভাব” ফেলেছে। টিম ম্যানেজমেন্টের সুপারিশের ভিত্তিতেই তাকে সিরিজের বাকি দুই ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়।
পরবর্তীতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপে লামিচানে জানান, মানসিকভাবে ভালো অবস্থায় না থাকায় তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি।
তবে মাঠে নেমে ইতিহাস গড়েছে নেপাল। প্রথম টি-টোয়েন্টতে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম জয় পায় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের জয় তুলে নিয়ে সিরিজও নিজেদের করে নেয় নেপাল, যা পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয়। তবে শেষ ম্যাচে (ডেড রাবার) তারা ১০ উইকেটে হেরে যায়।
এখন নেপালের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ওমানে। মালয়েশিয়া, কাতার, আমিরাত, জাপান, কুয়েত, ওমান, সামোয়া ও পাপুয়া নিউ গিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নেপাল। এই টুর্নামেন্ট থেকে ২০২৬ সালের পুরুষ টি২০ বিশ্বকাপে (ভারত ও শ্রীলংকায় ফেব্রুয়ারি-মার্চে) জায়গা করে নেবে দুটি দল।
নয়টি দলকে তিন গ্রুপে ভাগ করা হয়েছে। নেপাল আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান ও কুয়েত। তারা যথাক্রমে ৮ ও ১০ অক্টোবর এই দুটি দলের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার সিক্সে, আর সেখান থেকে শীর্ষ তিনটি দল নিশ্চিত করবে বিশ্বকাপে জায়গা।
সাসপেন্ড হলেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত দলে লামিচানে নিজের জায়গা ধরে রেখেছেন।