ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১১:০০
শেয়ার :
ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

ইংল্যান্ডের পুরুষদের ২০২৪-২৫ মৌসুমের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুড বেলিংহ্যাম।

২২ বছর বয়সী এই মিডফিল্ডার গত বছর জাতীয় দলের হয়ে আট ম্যাচে একটি গোল করেছেন। তার নৈপুণ্যে লি কার্সলির অধীনে ইংল্যান্ড নেশনস লিগে উন্নীত হয় এবং পরবর্তীতে নতুন কোচ টমাস টুখেলের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে।

সমর্থকদের ভোটে বেলিংহ্যাম ডিক্লান রাইস ও হ্যারি কেনকে পিছনে ফেলেন, যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

রিয়াল মাদ্রিদের এই ফুটবলার ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে ইংল্যান্ডের বাইরে থাকা অবস্থায় বর্ষসেরা হওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড়। তার আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখের ওয়েন হারগ্রিভস প্রথম এ কৃতিত্ব অর্জন করেছিলেন।

২০২৪ সালের অক্টোবর মাসে নেশনস লিগে গ্রিসের বিপক্ষে একটি গোল করেন বেলিংহ্যাম। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করেন ও একটি পেনাল্টি আদায় করেন। এরপর ২০২৫ সালের মার্চে আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি অ্যাসিস্ট দেন।

জুলাইয়ে কাঁধের চোটের কারণে সার্জারি করায় তিনি সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। বর্তমানে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন এবং আগামী ৯ অক্টোবর ওয়েলস এবং ১৪ অক্টোবর লাটভিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন।

এর আগে গত বছর বর্ষসেরা হয়েছিলেন কোল পামার, আর তারও আগে টানা দুইবার এ পুরস্কার জিতেছিলেন বুকায়ো সাকা।

নারী ফুটবলে বর্ষসেরার নাম ঘোষণা করা হবে কিছুদিন পরেই। এ তালিকায় শর্টলিস্ট হওয়া ১৮ জনের একজন আলেসিয়া রুসো, যিনি গতবার ব্যক্তিগত পুরস্কার জেতার পাশাপাশি লায়নেসদের হয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো শিরোপা জিতেছেন।