ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিউস
দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে ফিরছেন ভিনিসিউস জুনিয়র। বুধবার রিও ডি জেনেইরোতে ঘোষিত দলে রিয়াল মাদ্রিদের উইঙ্গারকে অন্তর্ভুক্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
অক্টোবর এশিয়ায সফরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচগুলো খেলবে ব্রাজিল। তবে ইনজুরির কারণে আবারও ছিটকে গেছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তার বাঁ উরুতে চোট পাওয়ায় আসন্ন ম্যাচগুলোতে থাকছেন না তিনি।
গত সেপ্টেম্বর অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি ভিনিসিউস। এবার প্রীতি ম্যাচে তার ফেরাটা বড় সংযোজন হতে যাচ্ছে দলের জন্য।
চোটের কারণে আরও অনুপস্থিত থাকবেন বার্সেলোনার রাফিনিয়া, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস এবং লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।
প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সিউলে, আর চার দিন পর ১৪ অক্টোবর টোকিওতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল দল:
গোলরক্ষক: বেনেডিক্ট, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগো জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র।