শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যানসিটির সঙ্গে মোনাকোর নাটকীয় ড্র
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-২ ব্যবধানে সমতা আদায় করে নিয়েছে মোনাকো। বুধবার রাতে নিজেদের মাঠে খেলা এই ম্যাচে দর্শকের সামনে দুর্দান্ত লড়াই উপহার দেয় ফরাসি ক্লাবটি।
৯০তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন এরিক ডায়ার, যা বাতিল করে দেয় আর্লিং হাল্যান্ডের প্রথমার্ধে করা জোড়া গোলকে। মোনাকোর হয়ে এর আগে জর্ডান টেজে প্রথমার্ধেই সমতা ফিরিয়েছিলেন।
এ ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করায় পেপ গার্দিওলার সিটি চার পয়েন্টে দাঁড়িয়েছে, যারা প্রথম ম্যাচে নাপোলিকে ২-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে প্রথম রাউন্ডে ক্লাব ব্রুজের কাছে ৪-১ গোলে হারার পর মোনাকোর সংগ্রহ মাত্র এক পয়েন্ট, ফলে তারা বিদায়ের ঝুঁকিতে রয়েছে।
আগামী ২১ অক্টোবর সিটি ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে, আর মোনাকো পরদিন আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পারকে।
সেইন্ট লুই দ্বিতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল সিটি। ১৫তম মিনিটে হাল্যান্ড রক্ষণের ফাঁক গলে ঢুকে গোলরক্ষক ফিলিপ কোয়েনকে চিপ করে গোল করেন। এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে ৫১তম গোল।
এরপর ম্যাগনেস আকলিউশের ক্রসে অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেন মোনাকোর ফরোয়ার্ড বালোগুন। তবে ১৮তম মিনিটে হাই প্রেসিং থেকে সুযোগ তৈরি করে জর্ডান টেজে দুর্দান্ত শটে জাল কাঁপান, যা রুখে দেওয়ার সুযোগ পাননি সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।
তবু পুরোটা সময় আধিপত্য বজায় রাখে সিটি। ফিল ফোডেনের শট ক্রসবারে লাগে। এর পরেই প্রথমার্ধের শেষ মুহূর্তে নিকো ও’রিলির ক্রসে হেড করে দ্বিতীয় গোল করেন হাল্যান্ড, ফের এগিয়ে দেয় দলকে।
দ্বিতীয়ার্ধে মোনাকো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আকলিউশের ভেতরে কেটে আসা শট কর্নারে পাঠিয়ে দেন দোন্নারুমা। অন্যদিকে, ৭৪তম মিনিটে হাল্যান্ড আবারও শট নেন, তবে এবার গোল হয়নি।
শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রাখার কৌশলেই ভরসা করেছিল সিটি। কিন্তু তা উল্টো কাল হয়ে দাঁড়ায়। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, নিকো গনসালেজের উঁচু পায়ের কিকে এরিক ডায়ারের মাথায় লাগে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন।
পেনাল্টি থেকে গোল করে দোন্নারুমাকে ভুল পথে পাঠান ইংল্যান্ডের ডিফেন্ডার ডায়ার। ফলে শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে এক পয়েন্ট তুলে নেয় মোনাকো।